Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) - F A Sumon

Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) - F A Sumon

Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) - F A Sumon
Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) - F A Sumon


Ekla Jabo Purey Lyrics
(একলা যাবো পুড়ে) : sung by F A Sumon. The song is written by Sayed Rahman and music by F A Sumon.

  • Ekla Jabo Purey Song Info/Credits :
  • Bengali Song : Ekla Jabo Purey (একলা যাবো পুড়ে)
  • Singer : F A Sumon
  • Lyrics : Sayed Rahman
  • Tune & Music : F A Sumon
  • Label : F A Sumon Official


Ekla Jabo Purey Lyrics by F A Sumon

Ekla Jabo Purey Lyrics In Bengali


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে 


ভেতর বলিস বাহির বলিস

তুইতো আমার সব

জানে সবাই জানে মন

জানে আমার রব

তুই বিহনে, খুব গোপনে

একলা যাবো পুড়ে


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে 


বুকের জমিন তোর লাগিয়া

করে সুখের চাষ

সেই জমিনে তুই না এলে

হইব সর্বনাশ 


বুকের জমিন তোর লাগিয়া

করে সুখের চাষ

সেই জমিনে তুই না এলে

হইব সর্বনাশ


স্বর্গ-নরক খুঁজিনাতো

খুঁজি তোরই মন

চাইনা ছিড়ুক কোন ঝড়ে

আত্মার এ বাঁধন


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে


তুই বিহনে মন গহিনে

থাকবে নারে সুখ

একলা ঘরে কুরে কুরে

খাবে স্মৃতির দুখ


তুই বিহনে মন গহিনে

থাকবে নারে সুখ

একলা ঘরে কুরে কুরে

খাবে স্মৃতির দুখ 


নিজের হাতে ভালোবাসার

দিসনারে কবর

পারবো নারে সইতে বুকে

তোর ব্যথার আঁচর


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে


ভেতর বলিস বাহির বলিস

তুইতো আমার সব

জানে সবাই জানে মন

জানে আমার রব

তুই বিহনে, খুব গোপনে

একলা যাবো পুড়ে


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে 


ও প্রিয়া ও প্রিয়া রে তুই

থাকিসনা আর দূরে

ভালোবেসে কাছে এসে

দিসনা ধুলোয় ছুড়ে


Ekla Jabo Purey Song Video

Related Posts