Aaynate Lyrics (আয়নাতে) : from the Drama “Tonic”, sung by Anupam Roy. The Bengali song “Aaynate” lyrics is written by Prosen & Avijit Sen and has music by Jeet Gannguli.
Aaynate Song Info:
Bengali Song : Aaynate
Singer : Anupam Roy
Music : Jeet Gannguli
Lyrics : Prosen & Avijit Sen
Drama : Tonic
Aaynate Lyrics In Bengali
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন,
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন,
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
ও বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
কাছে দূরেতে থাক, তাও আমাকে রাখ
আমার চাওয়া শুধু এই,
কালকে কি হবে তা, আমরা কেউ জানি না
আজ বাঁচি মন ভরিয়েই।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন,
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
Aaynate Song Video