Abar Jonmo Nebo Lyrics (আবার জন্ম নেব) : from the movie “Dracula Sir“, sung by Ishan Mitra. The Bengali song “Abar Jonmo Nebo” lyrics is written by Saqi Banerjee and has music by Amit – Ishan, Saqi & Durjoy.
Abar Jonmo Nebo Song Info:
Bengali Song : Abar Jonmo Nebo
Singer : Ishan Mitra
Music : Amit – Ishan, Saqi, Durjoy
Lyrics : Saqi Banerjee
Movie : Dracula Sir
Director : Debaloy Bhattacharya
Music Label : SVF
Abar Jonmo Nebo Lyrics In Bengali
কষ্ট পাবে জানি
মেনে নিতে পারছিনা
এই ঠোঁটের অভিমান,
কান্না পাবে জানি
চলে যাওয়ার ফলক
বলবে দূরত্বের বয়ান।
কষ্ট পাবে জানি
মেনে নিতে পারছিনা
এই ঠোঁটের অভিমান,
কান্না পাবে জানি
চলে যাওয়ার ফলক
বলবে দূরত্বের বয়ান।
শোনো আমি আবার জন্ম নেব
হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতিস্বর,
শোনো আমি আবার জন্ম নেব
এই মুখের আদল বদলে গেলেও
চিনবে গলার স্বর।
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমায় তখন দুঃখ হতে দাও,
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমার কেন দুঃখ হতে চাও?
ডুবে যাওয়া নৌকা সব
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক।
তুমি না হয় স্পষ্ট হও
গল্প হয়েও কষ্ট হও,
ভীষণ তোমারি মতো।
ডুবে যাওয়া নৌকা সব
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক।
শোনো আমি আবার জন্ম নেব
দেখো নিজের হাতে সাজিয়ে দেব
তোমার খেলাঘর
শোনো আমি আবার জন্ম নেব
এই মুখের আদল বদলে গেলেও
চিনবে গলার স্বর
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমায় তখন দুঃখ হতে দাও
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমার তখন দুঃখ হতে চাও
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো ..
Abar Jonmo Nebo Song Video