Adure Chithhi Lyrics (আদুরে চিঠি) – Anwesshaa

adure chithhi lyrics anwesshaa

Adure Chithhi Lyrics (আদুরে চিঠি) : sung by Anwesshaa. The Bengali song “Adure Chithhi” lyrics is written by Anwesshaa and has music also given by Anwesshaa. The music video of the “Adure Chithhi” song is directed by Jonai Singh and it Starring Roshni Singh & Adam Shaukat.

Adure Chithhi Song Info:
Bengali Song : Adure Chithhi
Singer : Anwesshaa
Music : Anwesshaa
Lyrics : Anwesshaa
Director : Jonai Singh
Cast : Roshni Singh & Adam Shaukat
Music Label : JSE Music

Adure Chithhi Lyrics In Bengali

না পাঠানো কত আদুরে চিঠি জমে আছে 
রঙ্গীন আবদারে মোড়া তোমাকে মনে আছে, 
না পাঠানো কত আদুরে চিঠি জমে আছে 
রঙ্গীন আবদারে মোড়া তোমাকে মনে আছে,
তোমার আল্হাদের বদঅভ্যাস আমাকে ছুঁলো 
পৃথিবীটা পাল্টে দিলো,
পৃথিবীটা পাল্টে দিলো, পাল্টে দিলো। 

মেঘ হয়ে ভাসি আজ তোমার সাথে 
বৃষ্টি হয়ে নামি তোমার জানালাতে,
মেঘ হয়ে ভাসি আজ তোমার সাথে 
বৃষ্টি হয়ে নামি তোমার জানালাতে,
ছন্নছাড়া হাসি তোমার বড্ড ভালোবাসি। 

না পাঠানো কত আদুরে চিঠি জমে আছে 
রঙীন আবদারে মোড়া তোমাকে মনে আছে, 
তোমার আল্হাদের বদঅভ্যাস আমাকে ছুঁলো 
পৃথিবীটা পাল্টে দিলো,
পৃথিবীটা পাল্টে দিলো, পাল্টে দিলো। 

স্বপ্নেরা মাখে ভোর এই কুয়াশায় 
দিন বদলের হাওয়ায় মন পাচ্ছে সায়,
স্বপ্নেরা মাখে ভোর এই কুয়াশায় 
ও.. দিন বদলের হাওয়ায় মন পাচ্ছে সায়,
একমুঠো উষ্ণতা এই শীত পেরোনো রাতে। 

তুমি আসলে বলে ভালোবাসলে বলে পেলো 
নীলচে গোধূলিতে ছায়ার ভুল রাখা ছিলো,
প্রেম জোনাকিদের রাত জাগার নেশা ছুঁলো 
পৃথিবীটা পাল্টে দিলো,
পৃথিবীটা পাল্টে দিলো, পাল্টে দিলো। 

Adure Chithhi Song Video

Adure Chithhi Lyrics (আদুরে চিঠি) – Anwesshaa