Ai Nishi Lyrics (এই নিশী) – Nirjhor

ai nishi lyrics nirjhor

Ai Nishi Lyrics (এই নিশী) : sung by Nirjhor. The Bengali song “Ai Nishi” lyrics is written by Milon Mahmood and the music video of the “Ai Nishi” song is directed by Syed Ali Ahsan Liton.

Ai Nishi Song Info:
Bengali Song : Ai Nishi
Singer : Nirjhor
Lyrics : Milon Mahmood
Director : Syed Ali Ahsan Liton
Album : Hridoy Mix 2
Music Label : Sangeeta

Ai Nishi Lyrics In Bengali

আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার
ওই চোখ দেখেছি আজি আমি,
আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার
ওই চোখ দেখেছি আজি আমি। 

মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে হারাই আমি,

মৃদু বাতাস বলে, ছিলে সেই তুমি
তোমারই মোহে হারাই আমি,
নিজেকে যে খুঁজি ফিরি
তোমার প্রেমের সুখসারি,

আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার
ওই চোখ দেখেছি আজি আমি। 

যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই
হৃদয়ের সব কথা বলে দেই আমি,
যখন দাঁড়াও এসে, ভুলে যায় সবই
হৃদয়ের সব কথা বলে দেই আমি,
তোমারই যে চিরদিনই
রবো আমি তোমারই। 

ও.. আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার
ওই চোখ দেখেছি আজি আমি,

আজকের এই নিশী ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার
ওই চোখ দেখেছি আজই আমি। 

Ai Nishi Song Video

Ai Nishi Lyrics (এই নিশী) – Nirjhor