Aigiri Nandini Lyrics (অয়িগিরি নন্দিনী): This Beautiful Durga Puja song is sung by Iman Chakraborty. The Bengali song Aigiri Nandini lyrics is written by Saikat Chattopadhyay and has music by Nilanjan Ghosh.
Aigiri Nandini Lyrics
কাশফুল মন, বৃষ্টি যখন নামার অপেক্ষায়,
ভেজা পায় হাওয়ায় হাওয়ায় গান গেয়ে যায়।
আকাশে, আকাশে আজ আগমনী মেঘের খেলায়,
শরতের সাজে যেন ভেসে যায় খুশির ভেলায়।
সারাদিন নিলামন
নিলে নিলে ভেসে যাওয়া নীলিমায়,
অমলীন উচাটন
কানে কানে যেন ওই বলে যায় –
আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি
বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,
গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি
বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।
শিউলির সাজে, ঢেউ মাঝে মাঝে
কার যেন বাঁশি ওই, দূর হতে বাজে,
বাঁশুরিয়া সুরে, দুলেছি দুপুরে
বেহায়া আবেগ ওই, বেঁধেছি নূপুরে।
সারাদিন আজ, মেঘেদের সাজ
কানে কানে সে যেন বলে যায় –
আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি
বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,
গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি
বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।
বিকেলের খেলায়, মনচোরা বেলায়
পাতায় পাতায় আজ, ছায়া ছায়া মেলায়।
অকালবোধনে, আকুল উড়ানে
উড়ে চলে স্বপ্নরা, পাখি পাখি মনে,
সারাদিন আজ, মেঘেদের সাজ
কানে কানে সে যেন বলে যায়…
আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি
বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,
গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি
বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে
আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি
বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,
গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি
বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।
Aigiri Nandini Song Video
Aigiri Nandini Song Credits:
Bengali Song: Aigiri Nandini
Singer: Iman Chakraborty
Music: Nilanjan Ghosh
Lyrics: Saikat Chattopadhyay
Director: Rishi Roy Chowdhury