Aloker Kunjobone Lyrics (আলোকের কুঞ্জবনে) – Nishita Barua

aloker kunjobone lyrics nishita barua

Aloker Kunjobone Lyrics (আলোকের কুঞ্জবনে) : sung by Nishita Barua. The Bengali song “Aloker Kunjobone” lyrics is written by Jahirul Islam Badal and has music by Real Ashique.

Aloker Kunjobone Song Info:
Bengali Song : Aloker Kunjobone 
Singer : Nishita Barua 
Music : Real Ashique
Lyrics : Jahirul Islam Badal 

Aloker Kunjobone Lyrics In Bengali

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে,
তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে,
হাজার তারা বলে কথা
তোমাকে কাছে পেয়ে ..
মধুময় হলো তাই যামিনী
মধুময় হলো তাই যামিনী।

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে।। 

রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে
চুপিসারে কথা কয় গোপনে গোপনে,
রাতের প্রিয় হাসে দু’চোখের স্বপনে
চুপিসারে কথা কয় গোপনে গোপনে,
মাধবীলতা দেখো, ঢলে যায় পিয়ালে
অভিসারে মেতে রয় সুজনে দু’জনে।

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে।। 

জোনাকীরা আলো জ্বেলে 
তোমাকে যায় ডেকে,
জোনাকীরা আলো জ্বেলে 
তোমাকে যায় ডেকে,
গোলাপ পাঁপড়ি মেলে ভ্রমরের গুঞ্জনে। 

কাজল আঁধার নীড়ে
দীপ নেভা রাত ঘিরে,
বসে জাগি আমি একা 
তুমি যেন এলে ফিরে। 

কাজল আঁধার নীড়ে
দীপ নেভা রাত ঘিরে,
বসে জাগি আমি একা 
তুমি যেন এলে ফিরে,
প্রিয়জনে হবে মেলা বিজনে নির্জনে
অভিসারে মেতে যেন কূজনে-কূজনে।

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে,
তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে,
হাজার তারা বলে কথা
তোমাকে কাছে পেয়ে ..
মধুময় হলো তাই যামিনী
মধুময় হলো তাই যামিনী।

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে

তুমি যেন আজ ফুটলে হেসে 
আলোকের কুঞ্জবনে।। 

Aloker Kunjobone Song Video

Aloker Kunjobone Lyrics (আলোকের কুঞ্জবনে) – Nishita Barua