Amake Nao Lyrics – Srikanto | Debayan Banerjee

amake nao lyrics srikanto debayan banerjee

Amake Nao Lyrics (আমাকে নাও): The song is from the Web series “Srikanto”, sung by Debayan Banerjee. The Bengali song Amake Nao lyrics is written by Pralay Sarkar, Jyoti Hazra and the song has been composed by Pralay Sarkar.


Amake Nao Lyrics

(In Bengali)

আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও।

প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।

তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা,
এই ঘুম ঘোর নাও না…

তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা যোগান হয়ে বাজে,
যদি ফের দেখা দাও…
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও উজাড় করে নাও।

আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও,
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও দু-হাত ভরে নাও,
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ,
নাও প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও দু চোখ ভরে নাও।।

Amake Nao Song Video


Amake Nao Song Credits:

Bengali Song: Amake Nao (আমাকে নাও)
Singer: Debayan Banerjee
Composer: Pralay Sarkar
Lyrics: Pralay Sarkar, Jyoti Hazra
Web Series: Srikanto
Director: Sani Ghosh Ray

Amake Nao Lyrics – Srikanto | Debayan Banerjee