Ami Jani Lyrics – Hridoy Khan

Ami Jani Lyrics: The song is sung by Hridoy Khan. The Bengali song Ami Jani lyrics is written by Farhana Chowdhury Hema and has music by Hridoy Khan.


Ami Jani Lyrics

আমি জানি, আছো তুমি, মনেরই খেয়ালে
আমি জানি, আছো তুমি, মনেরই খেয়ালে

পাশে থেকেও কেন খুঁজি তোমারে
হৃদয়ের এক কোণে, আড়ালে
আমি জানি, আছো তুমি, মনেরই খেয়ালে

অভিমানী চোখে জানি খোঁজো আমারে
না বলা মনের কথা লুকিয়ে রেখে অধরে
অভিমানী চোখে জানি খোঁজো আমারে
না বলা মনের কথা লুকিয়ে রেখে অধরে

পাশে থেকেও কেন খুঁজি তোমারে
হৃদয়ের এক কোণে, আড়ালে
আমি জানি আছো তুমি মনেরই খেয়ালে

মনের আলিঙ্গনে মনকে রাখো একসাথে
চলো দু’জনে হারাই ভালোবাসারি সেই স্রোতে
মনের আলিঙ্গনে মনকে রাখো একসাথে
চলো দু’জনে হারাই ভালোবাসারি সেই স্রোতে

পাশে থেকেও কেন খুঁজি তোমারে
হৃদয়ের এক কোণে, আড়ালে
আমি জানি আছো তুমি মনেরই খেয়ালে
আমি জানি আছো তুমি মনেরই খেয়ালে
আমি জানি।

Ami Jani Song Video


Ami Jani Song Credits:

Bengali Song: Ami Jani
Singer: Hridoy Khan
Music: Hridoy Khan
Lyrics: Farhana Chowdhury Hema
Music Label: Hridoy Khan Production