Anagoto Lyrics (অনাগত): The song is sung by Tanzir Tuhin. The Bengali song Anagoto lyrics is written by Samuel Haque and has music by Sajid Sarker. The music video of the Anagoto song is directed by Aktheruzzaman Shawon and it Starring Rani Tripty.
Anagoto Lyrics
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা লুটিয়ে পড়ে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা লুটিয়ে পড়ে,
লুটিয়ে পড়ে বাউলের অতলে…
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।
অনাগত তোমার নাম হবে তুমি
অন্য নাম আমি,
এক বিন্দুতে দাঁড়িয়ে।
জেনে যাবে তোমার পিছন শূন্য
সামনে শূন্য সবখানে থাকি হারিয়ে।
এখনো আকাশ বাতাস শস্য মাটি
তোমার আসার কথা বলে,
এখনো আকাশ বাতাস শস্য মাটি
তোমার আসার কথা বলে,
এ অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।
অনাগত ঝমঝম ঘর কোনো সন্ধ্যায়,
কোনো সন্ধ্যায়,
তোমার আমার ঠিক দেখা হবে
যেখানে যাত্রা শেষ করি
শুরু করি শেষ করি,
গন্তব্য শেষ করি তবে।
এখনো তোমার অতীত বর্তমান
তোমার আসার কথা বলে,
এখনো তোমার অতীত বর্তমান
তোমার আসার কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা লুটিয়ে পড়ে,
অনিলেশ স্পর্শে তোমার মেঘমালা লুটিয়ে পড়ে,
লুটিয়ে পড়ে বাউলের অতলে…
হে অনাগত তোমার অলখে থেকে
আকাশ কথা বলে।।
Anagoto Song Video
Anagoto Song Credits:
Bengali Song: Anagoto
Singer: Tanzir Tuhin
Tune: Prince Mahmud
Music: Sajid Sarker
Lyrics: Samuel Haque
Director: Aktheruzzaman Shawon
Cast: Rani Tripty