Anondodhara Lyrics (আনন্দধারা): This Rabindra Sangeet is sung by Prashmita Paul. The Bengali Devotional song Anondodhara lyrics is written by Rabindranath Tagore and has music also given by Rabindranath Tagore.
Anondodhara Lyrics
(In Bengali)
আনন্দধারা বহিছে ভুবনে,
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস
উথলি যায়, অনন্ত গগনে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
পান করে রবি শশী, অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি,
পান করে রবি শশী, অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি,
নিত্য পূর্ণ ধরা, জীবনে কিরণে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব, তুচ্ছ মানি,
চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব, তুচ্ছ মানি,
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস
উথলি যায়, অনন্ত গগনে,
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
Anondodhara Song Video
Anondodhara Devotional Song Credits:
Bengali Devotional Song: Anandadhara
Singer: Prashmita Paul
Lyrics: Rabindranath Tagore
Music: Rabindranath Tagore
Music Label: SVF Devotional