Ashmani Paloke Lyrics (আশমানী পালকে) : sung by Rupak Tiary & Biyas Sarkar. The Bengali song “Ashmani Paloke” lyrics is written by Aviman Paul and music is composed by Rupak Tiary.
- Ashmani Paloke Song Info/Credits :
- Bengali Song : Ashmani Paloke
- Singer : Biyas Sarkar & Rupak Tiary
- Tune : Rupak Tiary
- Music : Rupak Tiary
- Lyrics : Aviman Paul
- Director : SD Dey
Ashmani Paloke Lyrics In Bengali
আশমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
অচেনা সন্ধ্যে হাওয়াতে
লুকোচুরি এই অবেলায়,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।
হুম.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।
ও.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
রাতজাগা তুলিতে
আমায় ছুঁয়ে জলছবি মায়াতে,
যায় রঙ ধুয়ে বেহিসেবী তারে
কেন যে বেঁধে দিলে মন।
সাজানো পাতাবাহারী
বোঝেনা যে আমি তারই,
কিছু সাহসী চিরকুটে
ইচ্ছেরা রোজ দোটানায়।
ও.. বলবে কী রাতজাগা
কোলাজে স্বপ্ন হারায়।
হুম.. আসমানী পালকে
রাখি তাকে বেনামী নোলকে,
তার নাম লিখে
চোখেরই ভাষাতে,
কেন সে ছুঁয়ে দিল মন।
Ashmani Paloke Song Video