Assash Lyrics (আশ্বাস) : sung by Noble Man . The Bengali song “Assash” lyrics is written by Abdulah Al Mamun and has music by Salman Jaim. The music video of the “Assash” song is directed by Abdulah Al Mamun.
Assash Song Info:
Bengali Song : Assash
Singer : Noble Man
Music : Salman Jaim
Lyrics : Abdulah Al Mamun
Director : Abdulah Al Mamun
Music Label : Boss Multimedia
Assash Lyrics In Bengali
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
নুইয়ে পড়া গাছ একটা আকাশ
হয়ে গেছে যারা।
নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
পুড়ে গেছে আলো লক্ষ্যহীন
আমি একলা এক তারা।
নদীর ঢেউ এ মন ভেজাবে
নদীর ঢেউ নেই,
ভাঙ্গা সাঁকো দাড়িয়ে আছে
আর ভাঙ্গার কিছু নেই।
অন্ধকারে নিভে গেছে
জীবিত লাশের শ্বাস,
তোমরা সবাই বেঁচে আছো
একটাই আশ্বাস।
কেউ আসে কেউ যায়
এমন নিয়মে তুমিও তাই,
পড়ে গেছি এই জীবনের ফাঁকে
আমার ছবি বা কে আঁকে।
আমি মরে গেলে বেঁচে যাবো
মরে গেলে বেঁচে,
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে…
আমি মরে গেলে বেঁচে যাবো
মরে গেলে বেঁচে,
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে…
Assash Song Video