Baper Boro Pola Lyrics: The song is sung by Momotaz and Belal Khan. The Bengali song Baper Boro Pola lyrics is written by Shomeshwar Oli and has music by Tuhin AI Amin. The music video of the “Baper Boro Pola” song is directed by Shuvabrata Sarker and it Starring Rehnuma Mostafa, Zaher Alvi.
Baper Boro Pola Lyrics
ও সে বাপের বড় পোলা
চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপাই কিস্তি ঝাড়ে
জামার বোতাম রাখে খোলা
আব্বে বাপের বড় পোলা
তার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপাই কিস্তি ঝাড়ে
জামার বোতাম রাখে খোলা
বয়স হইবো ২২
আমির খানের সাইজ
আমার চোখে তারে লাগে Very Nice
ভাবখানা দেখে তারে মনে কয়
বার বার ৮০ টাকা তোলা
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপাই কিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
জানে তো মহল্লার হক্কলে
বাপের বড় পোলা চায় তোরে বগলে
তুই মোর জানে জিগাড় তুই জানেমন
সাহারামূরত তুই ফুলের বাগান
মাগার তুই মাইয়া চালু চিজ
তুই দেশি না চাইনিজ
যতই হবি তুই ফাষ্ট বেশি
তোরে আমি বানাবো ঠিকই দেশি
কি যেনো কি কহিবার চাইয়া
চাইয়া থাকে টাস্কি খাইয়া
হ’.. কি যেনো কি কহিবার চাইয়া
চাইয়া থাকে টাস্কি খাইয়া
মনে লয় কাছে যাইয়া
মনে লয় কাছে যাইয়া
দি একটা কান মলা
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
মুখামুখি হইবার চায়না
সাহসে হয়তো কুলায় না
হ’.. মুখামুখি হইবার চায়না
সাহসে হয়তো কুলায় না
কি যে তার মনের বায়না
কি যে তার মনের বায়না
তাই শুধু সে মন কয়না
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
ও সে বাপের বড় পোলা
আব্বে বাপের বড় পোলা
ও সে বাপের বড় পোলা
আব্বে বাপের বড় পোলা
Baper Boro Pola Song Video
Baper Boro Pola Song Credits:
Bengali Song: Baper Boro Pola
Singer: Momotaz x Belal Khan
Music: Tuhin AI Amin
Lyrics: Shomeshwar Oli
Director: Shuvabrata Sarker
Cast: Rehnuma Mostafa, Zaher Alvi