Behaya Lyrics (বেহায়া) – Lagnajita Chakraborty | Ekannoborti

behaya lyrics lagnajita chakraborty

Behaya Lyrics (বেহায়া) : from the movie “Ekannoborti“, sung by Lagnajita Chakraborty. The Bengali song “Behaya” lyrics is written by Nilanjan Chakraborty and has music by Mainak Mazoomdar.


Behaya Lyrics

(In Bengali)

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। 

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। 

আমাদের গল্পগুলো ..

আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। 

বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। 

আমাদের গল্পগুলো ..

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। 

আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো 
নিজেই নেব জুড়ে। 

জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে। 

আমাদের গল্পগুলো ..

আমাদের গল্প গুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর হাড়িয়ে গেলো
তোমায় আমায় নিয়ে। 

আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে। 

Behaya Song Video


Behaya Song Info:

Bengali Song : Behaya
Film Name : Ekannoborti
Singer : Lagnajita Chakraborty
Composer : Mainak Mazoomdar
Lyrics : Nilanjan Chakraborty
Movie : Ekannoborti
Directed by : Mainak Bhaumik
Label : SVF

Behaya Lyrics (বেহায়া) – Lagnajita Chakraborty | Ekannoborti