Bela Bolchi Lyrics (বেলা বলছি) : sung by Mouli Banerjee. The Bengali song “Bela Bolchi” lyrics is written by Piyali Majumder Biswas and music arranged by Shubhodip Roy.
- Bela Bolchi Song Info/Credits :
- Bengali Song : Bela Bolchi
- Singer : Mouli Banerjee
- Composition : Sayantan Neogi
- Lyrics : Piyali Majumder Biswas
- Music Arrangement : Shubhodip Roy
- Filmed by : Aditya Paul
- Music Label : The Bong Studio
Bela Bolchi Lyrics In Bengali
আমায় সেদিন বলতে কিছুই দাওনি
বোঝার কথা দূরে পড়ে থাক,
নীরবতার মানে তুমি বুঝে যদি যেতে
এতো বছরের দূরত্ব মুছে যাক।
অভিমানী তুমি এইতো তোমার সুযোগ
আমাকে তো বেশ অভিযোগে মুড়ে নিলে,
আমিও সেদিন একটা কিছু
বলতে যাওয়ার আগে,
হঠাৎ করে ফোন টা কেটে দিলে।
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
তিন’মাস পর আর কোনো কথা হলোনা
এগারোসর হিসেব টা শুনলাম,
কসবার ওই ঘরটার আজও
দেয়ালটা নীল আছে,
একটা ফোনের প্রহর গুনলাম।
গল্পের পর গল্প ছিল সাজানো
যুক্তিটা তাও মুক্তি পেলোনা,
দোষটা আদৌ আমায় কি তুমি
পুরোটা দিতে পারো,
কেন লাল-নীল সেই সংসার হলো না?
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
চেষ্টা করি বাঁচতে নিজের জন্য
তাও চিলেকোঠায় চোখের কোনে জল,
ছোট্ট একটা চাকরি আর সেটা নিয়ে আমি
প্রতীক্ষিত হৃদয়ে দাবানল।
আজকে হঠাৎ এতো বছর পরেও
শূন্যতা যেন আশ্রয় পেতে চায়,
স্মৃতি টুকুই সম্বল তাই যত্নে তুলে রাখা
তোমার তাতে কি বা আসে যায় ..
রাস্তার ধারে সস্তা হোটেলে লাইন
ভাগাভাগি করে এক প্লেট মোগলাই,
দামি রেস্টুরেন্টের আদল আমার
এখনো ভালো লাগেনা,
অভ্যাসটা কি করে পাল্টাই ?
প্রত্যাশার আজ হয়েছে অবসান
বিশ্বাসে তাকে খুঁজেছি বারবার,
এমন ভাবে কেটে গেছে দিন
যেন গল্পকথা,
চেষ্টা করি ভুলে থাকবার।
এটাই 244 জমা সেই চাপানউতোর
নম্বরটা আজও সেই একই আছে,
সেদিনের পর আজও তোমার
আর কোনো ফোন আসে নি,
উত্তরটা জমানো আমার কাছে।।
Bela Bolchi Song Video