Bhalobashar Morshum Lyrics – X = Prem | Shreya Ghoshal

Bhalobashar Morshum Lyrics (ভালোবাসার মরশুম): The song is from the movie “X = Prem”, sung by Shreya Ghoshal. The Bengali song Bhalobashar Morshum lyrics is written by Barish and the song has been composed by Sanai.


Bhalobashar Morshum Lyrics

(In Bengali)

মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।

নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।

স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।

ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।

ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।

Bhalobashar Morshum Song Video


Bhalobashar Morshum Song Credits:

Bengali Song: Bhalobashar Morshum
Singer: Shreya Ghoshal (Female Version)
Singer: Arijit Singh (Male Version)
Composer: Sanai
Lyrics: Barish
Movie: X = Prem
Directed By: Srijit Mukherji
Music Label: SVF