Bhalobashar Ochin Pothe Lyrics (ভালোবাসার অচিন পথে) – Habib Wahid & Shourin

bhalobashar ochin pothe lyrics

Bhalobashar Ochin Pothe Lyrics (ভালোবাসার অচিন পথে): sung by Habib Wahid & Shourin. The Bengali song “Bhalobashar Ochin Pothe” lyrics is written by Ali Baker Zico and has music by Habib Wahid.

Bhalobashar Ochin Pothe Song Info:
Bengali Song: Bhalobashar Ochin Pothe
Singer: Habib Wahid & Shourin
Music: Habib Wahid
Lyrics: Ali Baker Zico

Bhalobashar Ochin Pothe Lyrics in Bengali

কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে

ভালোবাসা সবার মনে
প্রাণ তো আর পায় না
প্রেমিক হয়েও সবাই তো আর
ভালোবাসতে পারে না

কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে

আশার পথে পা বাড়িয়ে
হাত ধরেছি তোমার
আশার পথে পা বাড়িয়ে
হাত ধরেছি তোমার
দুঃখ পেলেও ছেড়োনা গো
এই দুটি হাত আমার

কী করে তোমায়
বলি বুকের বেদনায়
সবকিছুই ছিল যে
আমার সীমানায়
আবারও এলাম নতুন ঠিকানায়

কী নামে ডাকিবো তোমায়
মনের কথা বলতে
ভালোবাসার অচিন পথে
একা চাইনা চলতে

Bhalobashar Ochin Pothe Song Video

Bhalobashar Ochin Pothe Lyrics (ভালোবাসার অচিন পথে) – Habib Wahid & Shourin