Bhalobashi Na Lyrics (ভালোবাসি না): The song is sung by Shahnewaz Chowdhury Miraz. The Bengali song Bhalobashi Na lyrics is written by Eemce Mihad, Miraz and has music by Eemce Mihad.
Bhalobashi Na Lyrics
(In Bengali)
তুমি আমার একটাই তুমি কেন বুঝলে না,
মনের কথা মনেতে রয় কেন শুনলে না।
তুমি আমার একটাই তুমি কেন বুঝলে না,
মনের কথা মনেতে রয় কেন শুনলে না।
এখন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না,
মিছে মায়ায় নিজেকে আর, আটকে রাখি না,
যন্ত্রণা তো খুঁজে বেড়াই মিথ্যে শান্তনা।
ভালোবাসি না, ভালোবাসি না,
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না,
বেঁধে রাখিনা আমায়।
ভালোবাসি না, ভালোবাসি না,
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না,
বেঁধে রাখিনা আমায়।
যদি তুমি আমার হতে বুঝতে এই আমায়,
কতটা রাত করেছি পার
তোমারই আশায়।
যদি তুমি আমার হতে বুঝতে এই আমায়,
কতটা রাত করেছি পার
তোমারই আশায়।
চাপা কান্না বুকে নিয়ে, আজো হেসে যায়,
ভালো থাকার অভিনয়ে, নিজেকে পোড়ায়,
তোমার ভালো থাকার মাঝে, সুখ খুঁজে যায়।
ভালোবাসি না, ভালোবাসি না,
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।
ভালোবাসি না, ভালোবাসি না,
ভালোবাসি না তোমায়,
ভালোবাসি না, ভালোবাসি না
বেঁধে রাখিনা আমায়।
Bhalobashi Na Song Video
Bhalobashi Na Song Credits:
Bengali Song: Bhalobashi Na (ভালোবাসি না)
Singer: Shahnewaz Chowdhury Miraz
Music: Eemce Mihad
Lyrics: Eemce Mihad & Miraz