Bhijey Mon Lyrics (ভিজে মন) : sung by Sohini Mukherjee. The Bengali song “Bhijey Mon” lyrics is written by Arunasish Roy and has music by Abhishek Chakraborty.
Bhijey Mon Song Info:
Bengali Song : Bhijey Mon
Singer : Sohini Mukherjee
Music Arrangement : Abhishek Chakraborty
Lyrics : Arunasish Roy
Bhijey Mon Lyrics In Bengali
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
খোলা বারান্দায় ঝিরি ঝিরি হাওয়ায়
খোলা বারান্দায় ঝিরি ঝিরি হাওয়ায়
চুপি চুপি ভালোবাসা ভেজে অবিরাম,
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন ..
জানি না কোন মুহূর্ত শেষে
সে নিল আমায় ভালোবেসে,
জানি না কোন মুহূর্ত শেষে
সে নিল আমায় ভালোবেসে,
না হয়নি জানা তার অভিমান
সময়ের আড়ালে রাখা প্রতিদান,
বেপরোয়া ঢেউ ওঠে আজ অকারণ।
ভিজে মন ..
জীবন জুড়ে বেহিসেব শুধুই
পাওয়ার আকাশ না পাওয়ার মতোই,
জীবন জুড়ে বেহিসেব শুধুই
পাওয়ার আকাশ না পাওয়ার মতোই,
না হয়নি খোঁজা মনের আয়না
প্রতি ভাগে যার হাজার বায়না,
অসময়ে আজ আবার উচাটন।
ভিজে মন খুঁজে ফেরে না বলা খাম
আলসে ঠোঁটে রাখা চেনা ডাক নাম,
ভিজে মন ..
Bhijey Mon Song Video