Bhojo Mon Lyrics (ভজো মন) – Arnob | Nonajoler Kabbo

Bhojo Mon Lyrics (ভজো মন) : from the film “Nonajoler Kabbo“, sung by Arnob and The music has been composed by Shayan Chowdhury Arnob.

Bhojo Mon Song Info:
Bengali Song : Bhojo Mon 
Singer : Arnob 
Music : Shayan Chowdhury Arnob 
Film : Nonajoler Kabbo 
Director : Rezwan Shahriar Sumit 
Writer : Rezwan Shahriar Sumit (Story) 
Label : G-Series

Bhojo Mon Lyrics In Bengali

ভজো মন আপনায় আপনি 
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজো মন আপনায় আপনি 
কেউ নয় সংসারের মাঝে রে,
হাটের চেনা, পথের চেনা রে 
রে পাগলের মন চেনা পরিচয়,
ভবের হাট ভাঙ্গিয়া গেলে 
কেউ তো কারো নয় রে,
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজো মন আপনায় আপনি 
কেউ নয় সংসারের মাঝে রে।

ঘাতক হইলেক মুখ আঁধারি রে 
রে পাগলের মন কোন দে ডুবিল বেলা,

ঘাতক হইলেক মুখ আঁধারি রে 
রে পাগলের মন কোন দে ডুবিল বেলা,
ভবের হাট ভাঙ্গিয়া গেলে 
কি করবি আমারে, 
কেউ নয় সংসারের মাঝে রে,

ভজো মন আপনায় আপনি 
কেউ নয় সংসারের মাঝে রে।

রাজার বাড়িতে চুরি গেলে কে…
পাগলের মন নদীর পাড়ে শী,
রাজার বাড়িতে চুরি গেলে কে…
এ পাগলের মন নদীর পাড়ে শী,

খাট-পালঙ্ক শুকান’ক থুইয়া 
পানিতে পাড়ে নিদ্ রে,
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজ মন আপনায় আপনি 
কেউ নয় সংসারের মাঝে রে।

Bhojo Mon Song Video

Bhojo Mon”