Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) – Sabbir Nasir & Sampa Biswas

binodini rai lyrics sabbir nasir

Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) : sung by Sabbir Nasir & Sampa Biswas. The Bengali song “Binodini Rai” lyrics is written by Plabon Koreshi and has music by Real Ashik.

Binodini Rai Song Info:
Bengali Song : Binodini Rai 
Singer : Sabbir Nasir & Sampa Biswas 
Music : Real Ashik 
Lyrics : Plabon Koreshi 

Binodini Rai Lyrics In Bengali

ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই,

ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই,

ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
ওগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই।

ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই,
ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই,

এগো, তোমার তরে জন্ম আমার 
জানে মালিক সাঁই,
এগো, তোমার তরে জন্ম আমার 
জানে মালিক সাঁই।

মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই

বাঁকা ভুরু কাজল কালো
যতো দেখি লাগে ভালো গো,
চোখে তোমার প্রেমের ছায়া
দিনে দিনে বাড়ে মায়া গো,
এগো, কতো মানুষ দুনিয়াতে তোমার মতো নাই,
এগো, কতো মানুষ দুনিয়াতে
তোমার মতো নাই।

ওগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই,

ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই

ঠোঁটের কোনে মিষ্টি হাসি 
সে‌ই হাসিতে মন উদাসী গো, 
আলতারাঙা চরণতলে
থোকায়-থোকায় জোনাক জ্বলে গো,

এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই,
এগো, তুমি যদি ভিন্ন বাসো
কোন্ কূলে দাঁড়াই। 

মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই,
এগো, মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই।

এগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,
এগো, তোমার তরে জন্ম আমার
জানে মালিক সাঁই,

মনচোরা কানাই
রবি-শশী জানে আমি তোমায় শুধু চাই,
ওগো বিনেদিনী রাই
আমি, ভিটা-মাটি লেইখা দিমু
তোমায় যদি পাই।। 

Binodini Rai Song Video

Binodini Rai Lyrics (বিনোদিনী রাই) – Sabbir Nasir & Sampa Biswas