Biyogantok Lyrics (বিয়োগান্তক) – Tahsan Khan

biyogantok lyrics tahsan khan

Biyogantok Song Info:
Bengali Song : Biyogantok 
Singer : Tahsan Khan 

Biyogantok Lyrics In Bengali

বিয়োগান্তক এই গল্পের নায়ক 
ব্যার্থ প্রেমের উপাখ্যান লিখে অপলক, 
তাকিয়ে থাকি দূর অজানায় 
বিয়োগান্তক এই গল্পের প্রবাহ,
না বুঝেই ওরা লিখছে কল্পনাপ্রসূত,
মুচকি হেসে হারিয়ে যাই আমি অজানায় 
দুর্লভ এক অনুভূতির এই বেদনায়। 

হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
প্রকৃত প্রেমের খামে,
পুরনো কাগজে লেখা চিঠি। 
প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি 
আমার গল্প কেউ জানে না,
জানবে না আগামী।। 

অশনি সংকেত আমি দেখিনি 
বিশ্বাসঘাতকতার দংশনে নামিনি, 
নির্মল উপহাসের পাত্র আমি বুঝিনি, 
আক্ষেপ নিয়ে বেঁচে থাকিনি ভালোবেসেছি, 
ক্ষমার পাহাড় গড়েছি তবুও আমি হারিনি 
বিয়োগান্তক গল্পের নিয়ম আমি ভাঙ্গিনি, 
দুর্লভ এক অনুভূতি আমি জানিনি। 

হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
আমার গল্প কেউ জানে না, 
জানবে না আগামী

হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
আমার গল্প কেউ জানে না, 
জানবে না আগামী।। 

বিয়োগান্তক এই গল্পের নায়িকা আজও বিলীন 
মুচকি হেসে হারিয়ে যাই অজানায়, 
হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
আমার গল্প কেউ জানে না 
জানবে না আগামী। 

হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
আমার গল্প কেউ জানে না, 
জানবে না আগামী ..

হারিয়ে তোমায় খুঁজে পাই আমি 
প্রকৃত প্রেমের খামে,
পুরনো কাগজে লেখা চিঠি, 
প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি 
আমার গল্প কেউ জানে না,
জানবে না আগামী।।

Biyogantok Song Video

Biyogantok Lyrics (বিয়োগান্তক) – Tahsan Khan