Boka Mon Lyrics – Miraz | Eemce Mihad

Boka Mon Lyrics (বোকা মন) : sung by Shahnewaz Chowdhury Miraz. The Bengali song “Boka Mon” lyrics is written by Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz and the music has been composed by Eemce Mihad.

Boka Mon Song Info:
Bengali Song : Boka Mon
Singer : Shahnewaz Chowdhury Miraz
Music Composer : Eemce Mihad
Lyrics : Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz

Boka Mon Lyrics In Bengali

হলে না যে তুমি আামার
তবু তোমায় ফিরে পাওয়ার,
প্রার্থনাতে খুঁজতে গিয়ে চোখ ভিজে যায়।

আজও আমি আশায় থাকি
শুধু তোমার ফেরা বাকী,
আসবে তুমি ফিরে আবার মিথ্যে সান্ত্বনায়।

হলে না যে তুমি আামার
তবু তোমায় ফিরে পাওয়ার,
প্রার্থনাতে খুঁজতে গিয়ে চোখ ভিজে যায়।

আজও আমি আশায় থাকি
শুধু তোমার ফেরা বাকী,
আসবে তুমি ফিরে আবার মিথ্যে সান্ত্বনায়।

ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে ?
একা জীবন কষ্টের কতো 
বোঝায় বলো কাকে। 

ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে ?
একা জীবন কষ্টের কতো 
বোঝায় বলো কাকে। 

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

কত কি যে বলেছিলে
ব্যাথা ঠিকই দিয়ে গেলে,
সত্যি বলতে নিজের মাঝে নিজে আমি নাই।

তবু ভালো থেকো তুমি
দিনের শেষে আমার আমি,
চোখ বুঝলে তোমার স্মৃতি কড়া নাড়ে হায়।

কত কি যে বলেছিলে
ব্যাথা ঠিকই দিয়ে গেলে,
সত্যি বলতে নিজের মাঝে নিজে আমি নাই।

তবু ভালো থেকো তুমি
দিনের শেষে আমার আমি,
চোখ বুঝলে তোমার স্মৃতি কড়া নাড়ে হায়। 

ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে ?
একা জীবন কষ্টের কতো 
বোঝায় বলো কাকে। 

ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে ?
একা জীবন কষ্টের কতো 
বোঝায় বলো কাকে। 

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

বোকা মন.. বোকা মন..
বুঝলি না.. কে যে আপন।

Boka Mon Song Video