Boloto Arshi Lyrics (বলো তো আরশি) – Aditi Chakraborty | Cover Song

Boloto Arshi Lyrics (বলো তো আরশি) : cover version of this song is sung by Aditi Chakraborty. This song is originally sung by Nirmala Mishra. The Bengali song “Boloto Arshi” lyrics is written by Bhaskar Basu and has music by Abhijit Banerjee.

Boloto Arshi Lyrics In Bengali

বলো তো আরশি তুমি মুখটি দেখে
বলো তো আরশি তুমি মুখটি দেখে,
যদিও কাজল আমি পরিনি
যদিও কবরী আজ বাঁধিনি,
তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?
বলো তো আরশি তুমি মুখটি দেখে
বলো তো আরশি তুমি মুখটি দেখে। 

আমি নই বিম্ববতী রাজার ঘরে
হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,
আমি নই বিম্ববতী রাজার ঘরে
হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,
কেতকী লজ্জা না পায় আমায় দেখে
কেতকী লজ্জা না পায় আমায় দেখে
তবু বলো বলো কে 
রূপসী তোমার চোখে ?
বলোতো আরশি তুমি মুখটি দেখে
বলোতো আরশি তুমি মুখটি দেখে।

দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে
ভুবনে রূপসী কে সবার চেয়ে ?
দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে
ভুবনে রূপসী কে সবার চেয়ে ?
দেখোনা আরশি তুমি দু’চোখ চেয়ে
আমি নই কলস হারা নদীর মতো
চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,
আমি নই কলস হারা নদীর মতো
চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,
কোকিলা মরেনা তো আমায় ডেকে
কোকিলা মরেনা তো আমায় ডেকে
তবু বলো বলো কে 
রূপসী তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে
বলো তো আরশি তুমি মুখটি দেখে,
যদিও কাজল আমি পরিনি
যদিও কবরী আজ বাঁধিনি,
তবু বল তো রূপসী কে তোমার চোখে?
বলো তো আরশি তুমি মুখটি দেখে
বল তো আরশি তুমি মুখটি দেখে। 

Boloto Arshi Song Video

Boloto Arshi Song Info:

Bengali Song : Bolo To Arshi
Cover by : Aditi Chakraborty
Original Singer : Nirmala Mishra
Music Director : Abhijit Banerjee
Lyrics : Bhaskar Basu