Bondhu Amar Rater Akash Lyrics (বন্ধু আমার রাতের আকাশ) – Sadman Pappu

Bondhu Amar Rater Akash Lyrics (বন্ধু আমার রাতের আকাশ) : sung by Sadman Pappu. The Bengali song “Bondhu Amar Rater Akashlyrics Is written by Riaz and music by Ankur Mahamud.

  • Bondhu Amar Rater Akash Song Info/Credits :
  • Bengali Song : Bondhu Amar Rater Akash (বন্ধু আমার রাতের আকাশ)
  • Singer : Sadman Pappu
  • Lyrics & Tune : Riaz
  • Flute : Saeed Hasan Babu
  • Music : Ankur Mahamud
  • Starring : Supto & Rabina Rafin
  • Label : Eagle Music

Bondhu Amar Rater Akash Lyrics In Bengali

এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা

এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা

এখন বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতেও আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় একা পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই

যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই
তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে
এখন আমি প্রহর কাটাই জোনাক দলে

বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতেও আমার বসবাস
আমার বন্ধু চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন

বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন
দুঃখ ভরা পবনেতে ফেলিরে নিশ্বাস
এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস

বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতেও আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা

শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়

Bondhu Amar Rater Akash Song Video

Bondhu Amar Rater Akash Song Video