Bondhu Kala Chan Lyrics (বন্ধু কালাচাঁন) : from the album “Nithur Kaliyare”, sung by Putul Sarkar and This Bengali song lyrics is written by Moshiur Rahman.
Bondhu Kala Chan Song Info:
Bengali Song : Bondhu Kala Chan
Singer : Putul Sarkar
Lyrics : Moshiur Rahman
Album : Nithur Kaliyare
Production : Sadia VCD Centre
Bondhu Kala Chan Lyrics In Bengali
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।
প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে।
প্রানটা যে বান্ধাইছো তুমি
আড় নয়নের বানে,
তোমায় ছাড়া পাগল পারা
মন থাকে না মনে।
যৌবনেরও সুখ, এ বুকে লুকাইছো
যৌবনেরও সুখ এ বুকে লুকাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন।
যৌবনে লাগাইছো আমায় এই দেহে আগুন
পরের দোয়াই আসে আমার
অঙ্গেতে ফাগুন।
ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো
ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচান কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া তোমার শনে
গাইবো আমি গান।
তোমায় আমি ভুলিবো না
ওরে সোনার চান,
প্রান খুলিয়া গাইবো আমি
তোমার শনে গান।
মসিউরের যৌবন উতালা কইরাছো
মসিউরের যৌবন উতালা কইরাছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো,
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো
বন্ধু কালাচাঁন কি মায়া লাগাইছো,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।।
Bondhu Kala Chan Song Video