Bristi Dine Lyrics (বৃষ্টি দিনে) : sung by Ananya Chakraborty. The Bengali song “Bristi Dine” lyrics is written by Ananya Chakraborty and has music by Sunny Karmakar.
Bristi Dine Song Info:
Bengali Song : Bristi Dine
Singer : Ananya Chakraborty
Music : Sunny Karmakar
Lyrics : Ananya Chakraborty
Label : SMP Originals
Bristi Dine Lyrics In Bengali
বৃষ্টি দিনে আগলে রাখা
গল্প তোমার শব্দে ঢাকা,
নেশা ধরা দুটো আঁখি
জলছবি রঙ স্বপ্নে মাখি।
বৃষ্টি দিনে আগলে রাখা
গল্প তোমার শব্দে ঢাকা,
নেশা ধরা দুটো আঁখি
জলছবি রঙ স্বপ্নে মাখি।
দূর ছায়াপথ একলা হাঁটি
সহজ আমার খেলনা বাটি,
ফিরছো তুমি, ফিরছি আমি
আলগা এ মন ভীষণ দামি।
দূর ছায়াপথ একলা হাঁটি
সহজ আমার খেলনা বাটি,
ফিরছো তুমি, ফিরছি আমি
আলগা এ মন ভীষণ দামি।
হঠাৎ করে আঁকছি দেখো
মায়ার দুচোখ পরিপাটি,
ফিরতি স্রোতে হাওয়া তুলে
ফিরছি বাড়ি একলা হাঁটি।
এভাবে গল্প বুনে হারাবো সুর
যেভাবে না বেঁকে ফেরে বারি অনেকদূর,
সীমানা ছুঁয়ে ফিরে আশা শ্রমিকরা
দেখো ভুলছে মৃতদেহের টান, দিশেহারা।
বৃষ্টি দিনে আগলে রাখা
গল্প তোমার শব্দে ঢাকা,
নেশা ধরা দুটো আঁখি
জলছবি রঙ স্বপ্নে মাখি।
বৃষ্টি দিনে আগলে রাখা
গল্প তোমার শব্দে ঢাকা,
নেশা ধরা দুটো আঁখি
জলছবি রঙ স্বপ্নে মাখি।
Bristi Dine Song Video