Buker Bhitor Rakhchilam Lyrics (বুকের ভিতর রাখছিলাম) – Suzon Ahmed

Buker Bhitor Rakhchilam Lyrics (বুকের ভিতর রাখছিলাম) : sung by Suzon Ahmed. The Bengali song “Buker Bhitor Rakhchilam” lyrics is written by Suzon Ahmed and has music by Ankur Mahamud.

Buker Bhitor Rakhchilam Song Info:
Bengali Song : Buker Bhitor Rakhchilam (বুকের ভিতর রাখছিলাম)
Singer : Suzon Ahmed
Music : Ankur Mahamud
Lyrics : Suzon Ahmed
Cast : Sayeem, Mim, Ershad
Label : Eagle Music

Buker Bhitor Rakhchilam Lyrics In Bengali

বুকেরই ভিতরে রাখছিলাম ধরিয়া
কখনও কি মনে পড়ে না
না রে কখনও কি মনে পড়ে না

হৃদয়ও ছিড়িয়া গেলি রে উড়িয়া
হৃদয়ও ছিড়িয়া গেলি রে উড়িয়া
আর তো ফিরে এলি না
না রে কখনও কি মনে পড়ে না

বুকেরই ভিতরে রাখছিলাম ধরিয়া
কখনও কি মনে পড়ে না
না রে কখনও কি মনে পড়ে না

কি ছিলো ভুল, কি অপরাধ
কি কারণে চলে গেলে, বলে গেলে না
তুমি তো এখন ভালোই আছো
আমার কথা কি মনে পড়ে না

কি ছিলো ভুল, কি অপরাধ
কি কারণে চলে গেলে, বলে গেলে না
তুমি তো এখন ভালোই আছো
আমার কথা কি মনে পড়ে না

কি ব্যথা এ বুকে, মরি ধুকে ধুকে
কি ব্যথা এ বুকে, মরি ধুকে ধুকে
ধরে তো ভুলা গেলো না
না রে কখনও কি মনে পড়ে না

বুকেরই ভিতরে রাখছিলাম ধরিয়া
কখনও কি মনে পড়ে না
না রে কখনও কি মনে পড়ে না

দিয়েছো ব্যথা রাখোনি কথা
এমনটা হবে তা জানা ছিল না
করিনিতো ভুল, দিয়েছি মাসুল
তবু তুমি সুখে থাকো এই কামনা

দিয়েছো ব্যথা রাখোনি কথা
এমনটা হবে তা জানা ছিল না
করিনিতো ভুল, দিয়েছি মাসুল
তবু তুমি সুখে থাকো এই কামনা

এ ব্যথা বেদনা, সইতে পারি না
এ ব্যথা বেদনা, সইতে পারি না
তবুও ভোলা গেলো না
না রে কখনও কি মনে পড়ে না

বুকেরই ভিতরে রাখছিলাম ধরিয়া
কখনও কি মনে পড়ে না
না রে কখনও কি মনে পড়ে না
কখনও কি মনে পড়ে না

Buker Bhitor Rakhchilam Song Video