Bypass e Lyrics (বাইপাসে) : sung by Rishav Chakraborty. The Bengali song “Bypass e” lyrics is written by Samiran Barui and has music by Rishav Chakraborty. The music video of the “Bypass e” song is directed by Arunima & Rishav.
Bypass e Song Info:
Bengali Song : Bypass e
Singer : Rishav Chakraborty
Music : Rishav Chakraborty
Lyrics : Samiran Barui
Director : Arunima & Rishav
Bypass e Lyrics In Bengali
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে – নজির নাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে – নজির নাম,
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
খুঁজছো তুমি, আমিও খুঁজছি একা,
খুঁজছো তুমি, আমিও খুঁজছি একা,
জানালার কাছে বারবার চাঁদ
ধাক্কা খেয়ে পড়ে যায় একা,
জানালার কাছে বারবার চাঁদ
ধাক্কা খেয়ে পড়ে যায় একা,
বাইপাসে ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
খেয়ালে আলাপ, বাঁধি সুতোর বাঁধনে,
আলগা হয়ে যায় গিঁট, অভাব যতনে,
খেয়ালে আলাপ, বাঁধি সুতোর বাঁধনে,
আলগা হয়ে যায় গিঁট, অভাব যতনে,
ফুঁপিয়ে ওঠে মেঘ, জল জমে পাহাড়,
লুকিয়ে রাখা মুখ, কেমন এ আঁধার।
খেয়ালে আলাপ, বাঁধি সুতোর বাঁধনে,
আলগা হয়ে যায় গিঁট, অভাব যতনে।
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে – নজির নাম,
বাইসাইকেল চেপে ওড়ে নিল বেলুন
বে – নজির নাম,
বাইপাসে, ধোঁয়া ওঠা উনুনের ঘাম।
Bypass e Song Video