Chupi Chupi Tumi Lyrics (চুপি চুপি তুমি) – Arpan Karmakar | Ki Karone

chupi chupi tumi lyrics

Chupi Chupi Tumi Lyrics (চুপি চুপি তুমি): from the movie “Ki Karone”, sung by Arpan Karmakar. The Bengali song “Chupi Chupi Tumi” lyrics is written by Jayanta Biswas and has music by Arnab & Sabuj.

Chupi Chupi Tumi Song Info:
Bengali Song : Chupi Chupi Tumi
Singer : Arpan Karmakar
Music : Arnab & Sabuj
Lyrics : Jayanta Biswas
Drama : Ki Karone?
Director : Md Mehedi Hasan Jony
Music Label : Sultan Entertainment

Chupi Chupi Tumi Lyrics In Bengali

ভালোবাসি তোমাকে রোজ কারণে অকারণে,
খুলে রাখি চোখের পাতা, 
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে। 

ভালোবাসি তোমাকে রোজ কারণে অকারণে,
খুলে রাখি চোখের পাতা, 
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে। 

কত স্বপ্ন আসে যায়, খোলা জানালায়,
জলছবি আঁকে মন, 
নিঝুম চোখে ঘুম,
তোমায় খোঁজে রোজ, ইচ্ছেরা অন্যরকম। 

চুপি চুপি তুমি চুরি করছো যে মন,
মন কি চায় ভালোবাসি শুধু তোমায়,
চুপি চুপি তুমি চুরি করছো যে মন। 

ভালোবাসি রোদেলা দিন,
আড়ালে আবডালে,
বলে ফেলি মনের কথা 
শুধু তোমারই জন্যে 
শুধু তোমারই জন্যে। 

কত চিঠি আসে যায় 
অজানা ঠিকানায়,
রূপকথা হলে মন 
উড়ো খামে না, তোমায় লিখি রোজ,
মুখচোরা ডাকপিয়ন।  

চুপি চুপি তুমি চুরি করছো যে মন,
মন কি চায় ভালোবাসি শুধু তোমায়,
চুপি চুপি তুমি চুরি করছো যে মন। 

Chupi Chupi Tumi Song Video

Chupi Chupi Tumi Lyrics (চুপি চুপি তুমি) – Arpan Karmakar | Ki Karone