Dekha Hoye Jay Lyrics : from the movie “Abar Bochhor Koori Pore“, sung by Ranajoy Bhattacharjee & Anwesshaa. The Bengali song “Dekha Hoye Jay” lyrics is written by Ranajoy Bhattacharjee and has music by Ranajoy Bhattacharjee.
Dekha Hoye Jay Song Info:
Bengali Song : Dekha Hoye Jay
Singers : Ranajoy Bhattacharjee & Anwesshaa
Music : Ranajoy Bhattacharjee
Lyrics : Ranajoy Bhattacharjee
Movie : Abar Bochhor Koori Pore
Director : Srimanta Senguptta
Label : Innovative Music
Dekha Hoye Jay Lyrics In Bengali
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন, একা হয়ে যায়।
বিকেলের গল্প তোমার, খোঁজ দিয়ে যায়,
এক বুক মেঘ অভিমান, রোজ দিয়ে যায়,
দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়,
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন, একা হয়ে যায়।।
তুমি আর নয় বেশি দূর, ওই শুনি ডাক,
বেলাশেষে ঘুম ভাঙতেই, ঠোঁট নির্বাক।
বিছানায় আদর রাখা জানলায় চোখ,
ঠিক সেই আগের মতোই
রোজ দেখা হোক।
শহরের গল্প তোমার, খুঁজে দিয়ে যায়,
দু’মুঠো দুঃখবিলাস, রোজ দিয়ে যায়,
দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়,
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ, দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন, একা হয়ে যায়।।
Dekha Hoye Jay Song Video