Ei Agune Haat Rakho Lyrics (এই আগুনে হাত রাখো) – Nachiketa Chakraborty

 

  • Ei Agune Haat Rakho Song Info/Credits :
  • Bengali Song : Ei Agune Haat Rakho
  • Singer : Nachiketa Chakraborty
  • Music : Nachiketa Chakraborty
  • Lyrics : Nachiketa Chakraborty

Ei Agune Haat Rakho Lyrics In Bengali

 

এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই নিরাশার ভেলায়
এই নিরাশার,
এই নিরাশার ভেলায়
মিছে জীবনের ছবি আঁকো ..
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।
পুড়বে না হয় একটু হাত
থাকবে তারও অজুহাত ..
অজুহাত .. অজুহাত .. অজুহাত …
পুড়বে না হয়,
পুড়বে না হয় একটু হাত
থাকবে তারও অজুহাত,
স্বপ্ন পুড়ে ছাই হতো
তার বদলে পুড়লো হাত।
এই দহনে প্রেম রাখো
এই দহনে প্রেম রাখো
সে প্রেমের আবির মাখো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।
পুড়ছে কত স্বপ্ন নীড়
দুঃখবোধ সেও অগভীর।
আ.. আ.. পুড়ছে কত স্বপ্ন নীড়
দুঃখবোধ সেও অগভীর,
নীল আকাশের সীমানায়
সাক্ষী সূর্য আজও স্থির,
সেই দহনে গান রাখো
সেই দহনে গান রাখো
সে গানে মরণ আঁকো।
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই নিরাশার ভেলায়
এই নিরাশার,
এই নিরাশার ভেলায়
মিছে জীবনের ছবি আঁকো …
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো,
এই আগুনে হাত রাখো
আর ফাগুনে মুখ ঢাকো।

Ei Agune Haat Rakho Song Video