Ek Fota Kanna Lyrics (এক ফোঁটা কান্না): The song is sung by Arman Alif. The Bengali song Ek Fota Kanna lyrics is written by Arman Alif and has music by Amzad Hossen. The music video of the “Ek Fota Kanna” song is directed by Soumitra Ghose Emon and it Starring Snigdha, Arman Alif.
Ek Fota Kanna Lyrics
তোর কারণে তোর কারণে এমন অবস্থা
নিজের এই নিজের লাগে
ভয় দুচোখে অন্ধকার দেখি
যখন চারিদিকে কই
এ শহরের কোন একটা হুডতলা রিক্সায়
তোর হাত নাকি অন্য হাতে রয়
তোর যাওয়ার কারণে
হাতে কত ব্লেড এর দাগ
সেসব দাগ শুকানোর আগেই
তোর অন্য হাতে হাত
বলনা কি করে বলনা কি করলে
তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে
কত ফোঁটা রক্তের তুলনা
এক ফোঁটা কান্না ওরে একটু একটু করে
তোর সময় বোঝাবেই
তোর মায়া বোতলে থাকা
অবশিষ্ট দুইটা পেগের মত
শেষ হবে জেনেও ভাবি
যদি শেষ না হয়ে যেতো
এমন কোন উপায় বাদ রাখিনাই
ভুলতে আমি তোরে
তবু হেচকি এলেই মনে হয়
তুই ভাবছিস এই আমারে
ভেবেছিলাম শেষঅবদি যাবো তোর সনে
কি অদ্ভুদ আমার কথাই নাই আর মনে
বলনা কি করে বলনা কি করলে
তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে
কত ফোঁটা রক্তের তুলনা
এক ফোঁটা কান্না ওরে একটু একটু করে
তোর সময় বোঝাবেই।
তোর জন্য এখনও আমি বাসে চরে যাই
তোর জন্য কিছু কিনবো ভেবে
হাত খরচ বাচাই
তোরে আমার চেয়ে একটু বেশি
যত্ন করবো তাই
আমি আমার নিজের প্রতি নিজের যত্নরে কমাই
তুই আর আমি একসাথে খুব সুখে বাঁচবো তাই
শত মরণ যন্ত্রনায় পরেও মরতে পারি নাই
বলনা কি করে বলনা কি করলে
তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে
কত ফোঁটা রক্তের তুলনা
এক ফোঁটা কান্না ওরে একটু একটু করে
তোর সময় বোঝাবেই।
বলনা কি করে বলনা কি করলে
তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে।
Ek Fota Kanna Song Video
Ek Fota Kanna Song Credits:
Bengali Song: Ek Fota Kanna
Singer: Arman Alif
Music: Amzad Hossen
Lyrics: Arman Alif
Director: Soumitra Ghose Emon
Cast: Snigdha, Arman Alif
Music Label: Agniveena