Ek Paye Nupur Amar Lyrics (এক পায়ে নুপুর আমার) – Topu & Anila

Ek Paye Nupur Amar Lyrics (এক পায়ে নুপুর আমার) : sung by Topu & Anila. The Bengali song “Ek Paye Nupur Amar” lyrics is written by Topu and has music by Fuad Al Muqtadir.

Ek Paye Nupur Amar Song Info:
Bengali Song : Nupur 2 (Ek Paye Nupur Amar)
Singer : Topu & Anila 
Music : Fuad Al Muqtadir 
Lyrics : Topu 
Album : Bondhu Bhabo Ki 
Label : G Series 

Ek Paye Nupur Amar Lyrics In Bengali

এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?

এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ? নেবে কি ?

বলবোনা আকাশের চাঁদ এনে দেবো
বলবোনা তুমি রাজকন্যা,
শুধু জিগ্গেস করি 
দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বলো যাবে কি ?
যাবে কি ?

নয় মিছে আশা, নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ,
জানি তুমি আমি
আমাদের তরী আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?

চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা,
তোমার এ তরী যদি চলে যায় 
ফিরে আর আসবেনা,
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তা তো আমি জেনেছি। 

এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
আমার ছোট তরী বলো 
যাবে কি ? যাবে কি ?

এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?

আমার ছোট তরী বলো 
যাবে কি ?
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
আমার ছোট তরী বলো 
যাবে কি ?

Ek Paye Nupur Amar Song Video

Ek Paye Nupur Amar