Ghunpoka Lyrics – Jisan Khan Shuvo

ghunpoka lyrics jisan khan shuvo

Ghunpoka Lyrics (ঘুনপোকা): The song is sung by Jisan Khan Shuvo. The Bengali song Ghunpoka lyrics is written by Jisan Khan Shuvo and has music by Torik. The music video of the Ghunpoka song is directed by Chandan Roy Chowdhury and it Starring Tapash Roy and Prothama.


Ghunpoka Lyrics

আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে।

হে আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে
কইরা স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?

ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে,
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উড়ে।
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উরে
স্বপ্ন গুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?

ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে,
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলি না রে।
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলিনা রে
স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে..

Ghunpoka Song Video


Ghunpoka Song Credits:

Bengali Song: Ghunpoka
Singer: Jisan Khan Shuvo
Music: Torik
Lyrics: Jisan Khan Shuvo
Cast: Tapash Roy, Prothama
Director: Chandan Roy Chowdhury

Ghunpoka Lyrics – Jisan Khan Shuvo