Hariye Lyrics (হারিয়ে) : This Bengali song is sung by Tanveer Evan and has music by Zayem. The music video of the “Hariye” song is directed by Imam Hossain and it Starring Tanveer Evan & Sayeeda Naeem.
Hariye Song Info:
Bengali Song : Hariye
Singer : Tanveer Evan
Music : Zayem
Director : Imam Hossain
Cast : Tanveer Evan & Sayeeda Naeem
Production Label : TE Records
Hariye Lyrics In Bengali
আছো কি তুমি
দেয়ালে তোমার ছবি,
ভাবি তোমায় নিয়ে আমি আমার
স্বপ্নের দেশে ঘুরে ঘুরে হারিয়ে
এগিয়ে আসো তুমি
আমার হাতটি ধরে,
এখনও যে তোমাকে নিয়ে আমি ভাবি
অবুজ এ হৃদয় কেন,
পারিনি আমি সেদিনের কথা গুলো
মুছে ফেলতে,
তোমার আলোয় আমি দেখি
এখন আঁধার বসে আছি,
ফিরে তাকাও আজ আমার দিকে
বলো তুমি থাকবে কি ?
রুপালি বিকেলে আমি
একাকী হেঁটে থাকি,
তোমারই মিষ্টি হাসি এ..
এখনও দেখি, তোমার আর আমার ছবি,
দুজনে একসাথে সময় কাটিয়ে হেসে হেসে
মনে পড়ে আমাদের কাহিনী, কাহিনী
এখনো যে তোমাকে নিয়ে আমি ভাবি
অবুঝ এ হৃদয় কেন
পারিনি আমি সেদিনের কথা গুলো
মুছে ফেলতে,
তোমার আলোয় আমি দেখি
এখন আঁধার বসে আছি,
ফিরে তাকাও আজ আমার দিকে
বলো তুমি থাকবে কি ?
রুপালি বিকেলে আমি
একাকী হেঁটে থাকি,
তোমারই মিষ্টি হাসি এ..
Hariye Song Video