Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো) – Mahtim Shakib

holude chokh rakho lyrics

Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো): sung by Mahtim Shakib and The Bengali song “Holude Chokh Rakho” lyrics is written by Prosenjit Ojha. The music video of the “Holude Chokh Rakho” song is directed by Protune Team and it Starring Mahtim Shakib & Eshika.

Holude Chokh Rakho Song Info:
Bengali Song: Holude Chokh Rakho
Singer: Mahtim Shakib   
Compositions : Shovon Roy
Lyrics : Prosenjit Ojha 
Director : Protune Team
Cast: Mahtim Shakib & Eshika

Holude Chokh Rakho Lyrics In Bengali

তুমি সবুজে সুনীলে হাঁটো 
আর হলুদে দুচোখ রাখো, 
তোমার বুকের ভেতর 
গোলাপের ছোট্ট গ্রাম,
আমি সেই মাটিতে আমার 
নাম লিখে রাখলাম। 

তোমার কথায় মধু মাখা 
তোমার হাসিতে মুগ্ধতা,
তোমার ছোঁয়ায় আমার 
শান্ত শীতল মন,

আমার তোমাকেই শুধু 
তোমাকেই প্রয়োজন।

আমার সবই তোমাকে দিয়ে 
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

তোমার প্রজাপতির ডানায়
আমার মনেতে রঙ ছড়ায়, 
আমার ভাবনা জুড়ে ফাগুন ফুলের বন,
তোমার হৃদয়ের কার্নিশে 
ওই এক ফালি চাঁদ নাচে,
আমার জীবন তোমার
নিকানো উঠোন।

তোমার প্রজাপতির ডানায়
আমার মনেতে রঙ ছড়ায়, 
আমার ভাবনা জুড়ে ফাগুন ফুলের বন,
তোমার হৃদয়ের কার্নিশে 
ওই এক ফালি চাঁদ নাচে,
আমার জীবন তোমার
নিকানো উঠোন।

আমার সবই তোমাকে দিয়ে 
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম। 

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

তুমি সবুজে সুনীলে হাঁটো 
আর হলুদে দুচোখ রাখো, 
তোমার বুকের ভেতর 
গোলাপের ছোট্ট গ্রাম,
আমি সেই মাটিতে আমার 
নাম লিখে রাখলাম। 

তোমার কথায় মধু মাখা 
তোমার হাসিতে মুগ্ধতা,
তোমার ছোঁয়ায় আমার 
শান্ত শীতল মন,

আমার তোমাকেই শুধু 
তোমাকেই প্রয়োজন।

আমার সবই তোমাকে দিয়ে 
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার 
বলে দিলাম।

Holude Chokh Rakho Song Video

Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো) – Mahtim Shakib