Jodi Takey Chai Lyrics : from the Web Series “Tansener Tanpura 2“, sung by Arunita Kanjilal. The Bengali song “Jodi Takey Chai” lyrics is written by Srijato and music has been directed by Joy Sarkar.
Jodi Takey Chai Song Info:
Bengali Song : Jodi Takey Chai
Singer : Arunita Kanjilal
Music Director : Joy Sarkar
Lyrics : Srijato
Web Series : Tansener Tanpura 2
Director : Soumik Chattopadhyay
Label : SVF Music
Jodi Takey Chai Lyrics In Bengali
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই, কী উপায় ফিরে পাওয়ার।
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই, কী উপায় ফিরে পাওয়ার।
আরও কাছে এলে, কি যে হতে পারে
তবু দূরে গেলে ব্যথা কেনো বাড়ে
স্বপ্নে মিশে একাকার একাকার…
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই, কী উপায় ফিরে পাওয়ার।
যে জানে সে জানে কেন যে কে জানে,
মন তার সন্ধানে হারাতে চায় রোজ।
কে আসে যে আসে, কেন যে সে আসে,
একলার অন্তরে চিঠি পাঠায় রোজ,
চোখ চাওয়া আয়না, তাই দেখা যায়না,
শব্দ সে পায় নাকি পূবালী হাওয়ার।
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই, কী উপায় ফিরে পাওয়ার।
আরও কাছে এলে, কি যে হতে পারে
তবু দূরে গেলে ব্যথা কেনো বাড়ে
স্বপ্নে মিশে একাকার একাকার…
যদি তাকে চাই
আড়ালে আজকে আবার,
দু’চোখে হারাই, কী উপায় ফিরে পাওয়ার।।
Jodi Takey Chai Song Video