Kandere Antor Lyrics (কান্দেরে অন্তর): The song is sung by Jisan Khan Shuvo. The Bengali song Kandere Antor lyrics is written by Mehedi Hasan Limon and has music by Yeasin Hossain Neru. The music video of the “Kandere Antor” song is directed by Saikat Reze and it Starring Ador Ahmed, Shakila Parvin.
Kandere Antor Lyrics
(In Bengali)
একলা একা পুড়ি আমি নিজেরই ভিতর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর,
একলা একা পুড়ি আমি নিজেরই ভিতর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর,
এতো দুঃখ কোথায় রাখি
পরান পাখি দিলো ফাঁকি,
মন বাঁধিলাম নিয়ে তোরে আমি যাযাবর ..
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর,
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর।।
যত্নে বোনা স্বপ্ন আমার করলি ভাইঙ্গা চুরমার
খুব বেশি তো চাইনি কিছু তোরে ছাড়া আর,
যত্নে বোনা স্বপ্ন আমার করলি ভাইঙ্গা চুরমার
খুব বেশি তো চাইনি কিছু তোরে ছাড়া আর।
এতো দুঃখ কোথায় রাখি
পরান পাখি দিলো ফাঁকি
মন বাঁধিলাম নিয়ে তোরে আমি যাযাবর ..
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর,
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর।।
আপন করে চাইছি তোরে
তাই কি ভুল আমার ?
আমি কেন থাকবো একা
দেখা নাই তোমার।
এতো দুঃখ কোথায় রাখি
পরান পাখি দিলো ফাঁকি
মন বাঁধিলাম নিয়ে তোরে আমি যাযাবর ..
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর,
তোর লাগিয়া দিবানিশি কান্দেরে অন্তর
সুখের জলে নাও ভাসাইলি কইরা আমায় পর..
Kandere Antor Song Video
Kandere Antor Song Credits:
Bengali Song: Kandere Antor
Singer: Jisan Khan Shuvo
Music: Yeasin Hossain Neru
Lyrics: Mehedi Hasan Limon
Director: Saikat Reze
Cast: Ador Ahmed, Shakila Parvin