Kata Prathibha Lyrics (কত প্রতিভা) – Nachiketa Chakraborty

kata prathibha lyrics nachiketa chakraborty

Kata Prathibha Lyrics (কত প্রতিভা) : sung by Nachiketa Chakraborty. The Bengali song “Kata Prathibha” lyrics is written by Kallol Chakraborty and has music by Sajal Kumar Mukherjee.

Kata Prathibha Song Info:
Bengali Song : Kata Prathibha
Singer : Nachiketa Chakraborty
Music : Sajal Kumar Mukherjee
Lyrics : Kallol Chakraborty

Kata Prathibha Lyrics In Bengali

কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,

তারাও তো হতে পারে মহীরুহ 
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।

কত কুসুম ঝরে যায় অকালে 
কত প্রেম কাঁদে নীরবে অন্তরালে,
হো.. কত কুসুম ঝরে যায় অকালে 
কত প্রেম কাঁদে নীরবে অন্তরালে,
তাদের অন্তরের গোপন অসহ ব্যথা 
তাদের অন্তরের গোপন অসহ ব্যথা
বোঝেনা তো কেউ হায়, কেহ হায় ..

তারাও তো হতে পারে মহীরুহ 
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।

বুক ভরা অভিমান আর অভিমান 
ভাগ্য কে মিছে দোষ দিয়ে মন কে সান্ত্বনা দান,
বুক ভরা অভিমান আর অভিমান 
ভাগ্য কে মিছে দোষ দিয়ে মন কে সান্ত্বনা দান,

কত প্রবাঘিনি আপন পথে বইতে না পারে 
কত রঙ্গীন স্বপ্ন ভেঙে যায় হৃদয় অশ্রু ঝরে,
কত প্রবাঘিনি আপন পথে বইতে না পারে 
কত রঙ্গীন স্বপ্ন ভেঙে যায় হৃদয় অশ্রু ঝরে,

কত জীবন অমানিশীতে 
কত জীবন অমানিশীতেই 
থাকে চিরকাল চিরকাল। 

জোছনার পথ চেয়ে
দিন গোনে মিছে আশায় আশায় বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়,

তারাও তো হতে পারে মহীরুহ 
একটু আলোকধারায়, বৃষ্টির ছোঁয়ায়,
কত প্রতিভা চিরদিন সুপ্তই থেকে যায় 
কত প্রতিভা প্রকাশের সুযোগ তো না পায়।।

Kata Prathibha Song Video

Kata Prathibha Lyrics (কত প্রতিভা) – Nachiketa Chakraborty