Ke Rakhe Amare Lyrics (কে রাখে আমারে): The song is sung by Imran Mahmudul. The Bengali song Ke Rakhe Amare lyrics is written by Jisan Khan Shuvo and has music by Imran Mahmudul. The music video of the “Ke Rakhe Amare” song is directed by Chandan Roy Chowdhury and it Starring Imran Mahmudul, Samonty Shoumi, Ador Ahmed, Mahbub and Dip.
Ke Rakhe Amare Lyrics
(In Bengali)
এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে?
এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে?
চলে গেলে না বলে,
চলে গেলে না বলে,
একলা একা করে।
কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।
রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
কি কারনে, কি অভিমানে,
কি কারনে, কি অভিমানে,
আছো এতটা দূরে।
কে রাখে আমারে ভুলাই তোমারে,
কে রাখে আমারে ভুলাই তোমারে।
আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
একা একা বেঁচে থাকা
একা একা বেঁচে থাকা,
শুধু তোমাকে ঘিরে।
কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।।
Ke Rakhe Amare Song Video
Ke Rakhe Amare Song Credits:
Bengali Song: Ke Rakhe Amare (কে রাখে আমারে)
Singer: Imran Mahmudul
Music: Imran Mahmudul
Lyrics: Jisan Khan Shuvo
Director: Chandan Roy Chowdhury
Cast: Imran Mahmudul, Samonty Shoumi, Ador Ahmed, Mahbub, Dip
Music Label: Dhruba Music Station