Ki Khobor Lyrics (কী খবর) – Swastik Sanket | Somlata

ki khobor lyrics dev arijit

Ki Khobor Lyrics (কী খবর): from the movie “Swastik Sanket”, sung by Dev Arijit & Somlata Acharyya Chowdhury. The Bengali song “Ki Khobor” lyrics is written by Ritam Sen and has music by Savvy.

Ki Khobor Song Info:
Bengali Song: Ki Khobor
Singer: Dev Arijit & Somlata Acharyya Chowdhury
Music: Savvy
Lyrics: Ritam Sen
Movie: Swastik Sanket

Ki Khobo Lyrics In Bengali

সব মনে পড়ে, বেখেয়ালী, হাওয়া দিলে,
খুব, কাছাকাছি, ছিলে তবু, দূরে ছিলে। 

সব মনে পড়ে, বেখেয়ালী, হাওয়া দিলে,
খুব, কাছাকাছি, ছিলে তবু, দূরে ছিলে। 

পিছুটানে, কিছুটা কি, ফেরা যায়? 
কেন তোমার, নেই কিছু, 
মনে রাখার দায়। 

কি খবর, বলো কি খবর, 
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর, 
এভাবে কি থাকা যায় ? 

কি খবর, বলো কি খবর, 
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর, 
এভাবে কি থাকা যায় ? 

বিকেলেরা মায়াঘেরা
পাখিদের ঘরে ফেরা,
নিয়ে আসে ভুলে যাওয়া দিন। 

শুধু ভালোবেসে গেছি
চুপি চুপি ডুবে গেছি,
আমি তুমি অতলে গহীন।

বিকেলেরা মায়াঘেরা
পাখিদের ঘরে ফেরা,
নিয়ে আসে ভুলে যাওয়া দিন। 

শুধু ভালোবেসে গেছি
চুপি চুপি ডুবে গেছি,
আমি তুমি অতলে গহীন।

বারো মাসই, পাশাপাশি হাঁটা যাক,
আজ থেকে ফের চলো 
একসাথে থাকা যাক। 

কি খবর, বলো কি খবর, 
দেখিনি কতোদিন তোমায়,
কি খবর বলো কি খবর, 
এভাবে কি থাকা যায় ? 

কি খবর, বলো কি খবর, 
কতোদিন পর দেখা হলো,
কি খবর বলো কি খবর, 
বলা যাক জমা কথাগুলো।।

Ki Khobor Song Video

Ki Khobor Lyrics (কী খবর) – Swastik Sanket | Somlata