Ki Kore Bolbo Toke Title Lyrics – Avraal, Ankita

Ki Kore Bolbo Toke Title Lyrics (কি করে বলবো তোকে): The song is sung by Avraal Sahir & Ankita Bhattacharyya. The Bengali song Ki Kore Bolbo Toke Title lyrics is written by M A Alam Shuvo and has music by Avraal Sahir.


Ki Kore Bolbo Toke Title Lyrics

(In Bengali)

লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন,
চোখে চোখে কথা ভেসে যায়।

যত্নে রাখা প্রিয় প্রহর
আমি করে দেবো তোর,
কেন থাকে মন দোটানায়।

বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..

কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।।

এভাবে কাছে তুই এলি
ভাসালি প্রেমের নাও,
ভাবতে ভাবতে যেন আমার
ভাবনা গুলো উধাও।

দেখে তোর অবুঝ হাসি
ভুলেছি পথের দিক,
নিশানা শুধু তুই
জানিনা ভুল কিবা ঠিক।

বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..

কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।

লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেন,
চোখে চোখে কথা ভেসে যায়।

যত্নে রাখা প্রিয় প্রহর
আমি করে দেবো তোর,
কেন থাকে মন দোটানায়।

বলতে গিয়ে ফিরে আসি
লজ্জায় মুচকি হাসি,
কাটেনা যে দ্বিধা ..

কি করে বলবো তোকে
চাইছে মন কতটা ?
ভালোবেসে আয় না কাছে
আসা যায় যতটা।।

Ki Kore Bolbo Toke Title Song Video


Ki Kore Bolbo Toke Title Song Credits:

Bengali Song: Ki Kore Bolbo Toke (কি করে বলবো তোকে)
Singer: Avraal Sahir & Ankita Bhattacharyya
Music: Avraal Sahir
Lyrics: M A Alam Shuvo
Director:  Mohidul Mohim
Music Label: Sultan Entertainment