Ki Mayay Lyrics – Belashuru | Shreya Ghoshal

Ki Mayay Lyrics: The song is from the movie “Belashuru”, sung by Shreya Ghoshal. The Bengali song Ki Mayay lyrics is written by Anupam Roy and has music also given by Anupam Roy.


Ki Mayay Lyrics

কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায়, বেঁধেছো আমায়,
বুকে ধরে রাখো আরও কাছে থাকো
বুকে ধরে রাখো আরও কাছে থাকো,
ভালোবেসে ফেলেছি তোমায়, ওগো পিয়া,
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।

সানাই এর সুর বাজে…
সানাই এর সুর বাজে
মন নেই কোনো কাজে,
পান পাতা দিয়ে ঢেকে রেখেছি হৃদয়
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।

ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ
স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,
ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ
স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,
এমন মধুর রাতে.. আ আ..
এমন মধুর রাতে
হাত খানি রাখো হাতে,
সাতপাকে বাঁধা পড়ে গেছি চিরকাল।
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।

বুকে ধরে রাখো, আরও কাছে থাকো
বুকে ধরে রাখো, আরও কাছে থাকো,
ভালোবেসে ফেলেছি তোমায়, ওগো পিয়া,
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।
কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো,
কি মায়ায় বেঁধেছো আমায়।

Ki Mayay Song Video


Ki Mayay Song Credits:

Bengali Song: Ki Mayay
Singer : Shreya Ghoshal
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie: Belashuru