Lucky Lyrics (লাকি) – Bony | Anupam Roy

Lucky Lyrics (লাকি) : from the movie “Bony“, sung by Anupam Roy. The Bengali song “Lucky” lyrics is written and the music is composed by Anupam Roy.

  • Lucky Song Info/Credits :
  • Bengali Song :  Lucky
  • Singer : Anupam Roy
  • Music : Anupam Roy
  • Lyrics : Anupam Roy
  • Movie : Bony
  • Director : Parambrata Chattopadhyay
  • Produced By : Surinder Films Pvt. Ltd.

Lucky Lyrics In Bengali

অনেক আগের গল্প, বয়স তখন অল্প
হঠাৎ একদিন প্রেমে পড়ে যায়।
একটু একটু করে, আমিও তার নজরে
মনে হলো তাকেই শুধু চায়।
তখন কলেজ পাড়া, আমরা দিশাহারা
কপালে কী লেখা জানি না,
তোমার পাশের সিটে
আমার গানের বিটে
তখনও চোখের ভাষা বুঝি না।

তুমি ছুঁয়ে দিলে যেন ফরাসি কবিতার
মানে না বুঝেও আমি এঁকেছি ছবি তার,
আবেগে আকুল হয়ে দেখো বসে আছি
ক্রমশ আলাপ বাড়ে যেন ফিবোনাচি। লাকি,
তোমায় পেয়ে আমি লাকি,
একসাথে ভালো থাকি
আর আমি তোমার মনে পাকাপাকি। লাকি,
তোমার ঘর ভরা জোনাকি,
কত কথা বলা বাকি
আর একবার ভালোবাসি বলে রাখি।

এখন নতুন চ্যাপ্টার
মাঝে মাঝে ডাক্তার
এসে বলে চিন্তার কোনো কারণ নেই,
রাখছি মনে ভরসা 
যেন শুকনো পাতায় বর্ষা,
দুজনাতে আছি দুজনেই।

বিজ্ঞান সম্মত ভালোবাসা পেলে
তুমি তো জেনেছ ওগো 
আমিও ভালো ছেলে,
আবেগে আকুল হয়ে দেখো বসে আছি
ক্রমশ আলাপ বাড়ে যেন ফিবোনাচি। লাকি,
তোমায় পেয়ে আমি লাকি,
একসাথে ভালো থাকি
আর আমি তোমার মনে পাকাপাকি। লাকি,
তোমার ঘর ভরা জোনাকি,
কত কথা বলা বাকি
আর একবার ভালোবাসি বলে রাখি।

Lucky Song Video

Lucky Lyrics