Manlam Tumi Bhalobasoni Lyrics (মানলাম তুমি ভালোবাসোনি) : sung by Keshab Dey. The Bengali song “Manlam Tumi Bhalobasoni” lyrics is written by Badal Dey and has music by Keshab Dey.
Manlam Tumi Bhalobasoni Song Info:
Bengali Song : Manlam Tumi Bhalobasoni
Singer : Keshab Dey
Music : Keshab Dey
Lyrics : Badal Dey
Director : Badal
Cast : Mukul Srimayee & Bholanath Dey
Music Label : KD Entertainment
Manlam Tumi Bhalobasoni Lyrics
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি,
দাওনি আমায় নতুন করে বেঁচে থাকার কারণ,
তবে মানছি আমি খারাপ ভীষণ
পারতে তুমি করতে শাসন,
চাইলে আমি শুনে নিতাম হাজার একটা বারণ,
না না এখানে নয় সবটুকু শেষ
হিসেবে অশেষ বাকি,
আমি তারার দেশে হাজার তারার
মাঝেতে একাকী।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি,
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।।
অবহেলায় হলেও আমায় একটু রেখো মনে,
স্মৃতি হয়েই রয়ে যাবো তোমার সারাক্ষনে,
পোষা পাখি শেকল ভেঙে
দূর আকাশে ওড়ে,
বেলাশেষে সন্ধ্যে আলোয়
মন একাকী পোড়ে,
এবার বোধহয় অসম্ভবের
ডাক দিয়েছে সময়,
বেশ মানছি আমি অন্য কারো
কোলে সে আজ ঘুমোয়।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসোনি,
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।।
ভাবি আমি ছদ্ম নামে
আবার তোমায় ছোঁবো,
নতুন কোনো গল্পে আবার
তোমার রাজা হবো।
গুছিয়ে রাখা আবেগ গুলো যতটুকু আছে
বিদায়বেলায় সেসবটুকু, তোমায় দিয়ে যাবো,
ভাবনা শেষে স্বপ্ন ভাঙে নতুন সকাল বেলায়,
সব মেনে নেওয়া ছাড়া বোলো
কি আর আছে উপায়।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি,
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি,
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।।
Manlam Tumi Bhalobasoni Song Video