Maya Kanna Lyrics (মায়া কান্না) : sung by Atif Ahmed Niloy. The Bengali song “Maya Kanna” lyrics is written by Atif Ahmed Niloy and has music by Anim Khan.
Maya Kanna Lyrics In Bengali
তোরে কেউ ছোঁয়ার আগে যেন
আমার ওপারের আসে ডাক
আমার মত মায়া দিয়া
কে ভাঙ্গাবে তোর রাগ
তোরে কেউ ছোঁয়ার আগে যেন
আমার ওপারের আসে ডাক
আমার মত মায়া দিয়া
কে ভাঙ্গাবে তোর রাগ
নিজের হাতে বানাইছিলাম
পিরিতেরই ঘর
সেই ঘরেতে নাই রে আমি
কইরা দিল পর
নিজের হাতে বানাইছিলাম
পিরিতেরই ঘর
সেই ঘরেতে নাই রে আমি
কইরা দিল পর
ভাবিস না তুই বাইচা গেলি
ছোট্ট দুনিয়াতে
তোর বিচার হইবো একদিন
রোজ হাশরের মাঠে
তোরে কেউ ছোঁয়ার আগে যেন
আমার ওপারের আসে ডাক
আমার মত মায়া দিয়া
কে ভাঙ্গাবে তোর রাগ
কত জ্বালা সইবো আমি
আর তো প্রানে সয়না
আমার কান্না কেউ দেখে না
পর তো আপন হয় না
কত জ্বালা সইবো আমি
আর তো প্রানে সয়না
আমার কান্না কেউ দেখে না
পর তো আপন হয় না
ভাবিস না তুই বাইচা গেলি
ছোট্ট দুনিয়াতে
তোর বিচার হইবো একদিন
রোজ হাশরের মাঠে
তোরে কেউ ছোঁয়ার আগে যেন
আমার ওপারের আসে ডাক
আমার মত মায়া দিয়া
কে ভাঙ্গাবে তোর রাগ
Maya Kanna Song Video
Maya Kanna Song Info:
Bengali Song : Maya Kanna (মায়া কান্না)
Singer : Atif Ahmed Niloy
Music : Anim Khan
Lyrics : Atif Ahmed Niloy
Music Label : Samsul Official