Maya Makha Lyrics (মায়া মাখা) – Talash | AR Rabby

maya makha lyrics talash ar rabby

Maya Makha Lyrics (মায়া মাখা): from The movie “Talash”, sung by AR Rabby. The Bengali song “Maya Makha Lyrics is written by Ronok Ekram and has music by Din Islam Sharuk.


Maya Makha Lyrics In Bengali

মায়া মাখা তোর ছবিটা, কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।

আমার আকাশ অহরেরী যাচ্ছে খসে খসে,
আশ্বাসের ছাদ পিলার কাপে
সবই যাচ্ছে ধসে, আমার সবি যাচ্ছে ধসে।

মায়া মাখা তোর ছবিটা, কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।

বোকা বোকা ইচ্ছেগুলো
তোর কাজলে সাজতো,
বোকা বুকে তোর নুপুরের
সুর কেবলি বাজতো।

তবু বোকার প্রেম নদীতে
থাকলো না আর জল,
কোন সাগরে ডুব মেরেছিস
একটু আমায় বল, একটু আমায় বল।

মায়া মাখা তোর ছবিটা, কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।

বোকা বোকা কথার মিছিল
তোর ইশারায় হাসতো,
তোরই নামে স্লোগান তুলে
হাওয়ায় হাওয়ায় ভাসতো।

আজো বোকার মনের ভেতর
ঝড় বয়ে যায় রোজ,
বোকা চোখে চেয়ে থাকি
মেলেনা তোর খোঁজ,
মেলেনা তোর খোঁজ।

মায়া মাখা তোর ছবিটা, কোন আঁধারে বিলীন,
ধোঁয়ায় উড়ে স্মৃতির আকাশ
ফুঁকছি নিকোটিন।।

Maya Makha Song Video


Maya Makha Song Info:

Bengali Song: Maya Makha
Singer: AR Rabby
Music: Din Islam Sharuk
Lyrics: Ronok Ekram
Movie: Talash

Maya Makha Lyrics (মায়া মাখা) – Talash | AR Rabby