Mayajal Lyrics – Mahtim Shakib

mayajal lyrics mahtim shakib

Mayajal Lyrics (মায়াজাল): The song is sung by Mahtim Shakib. The Bengali song Mayajal Lyrics (মায়াজাল) is written by Prosenjit Ojha and has music by Shovon Roy. The music video of the “Mayajal” song is directed by Priththy and it Starring Prottoy Heron, Makhnun Sultana Mahima.


Mayajal Lyrics

(In Bengali)

তুমি এসেছিলে নাকি আসো নাই
আমি সময়ের ঘড়িতে তাকাই,
কিছু বুঝে না বুঝে আবার
তোমার পথে পা বাড়াই।

তুমি এসেছিলে নাকি আসো নাই
আমি সময়ের ঘড়িতে তাকাই,
কিছু বুঝে না বুঝে আবার
তোমার পথে পা বাড়াই।

এই দেহ মন জুড়ে
আষ্টেপৃষ্টে থাকো তুমি, তবু মনে হয়,
তুমি ছাড়া সব পাগলামি।

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল।

আমি বিষাদের জানালায়
তোমার অপেক্ষায় থাকি,
ভালোবাসার কতশত মুহূর্ত
নীরবে দুচোখে মাখি।

আমি বিষাদের জানালায়
তোমার অপেক্ষায় থাকি,
ভালোবাসার কতশত মুহূর্ত
নীরবে দুচোখে মাখি।

আমার একলা নদীতে
তোমার নায়ে তোলোনি পাল,

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল।

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল।

তুমি দরজার ওপাশে
আকাশে সুদূরের মেঘ,
আমি এখনো তোমারই ছায়ায়
উড়াই আমার আবেগ।

তুমি দরজার ওপাশে
আকাশে সুদূরের মেঘ,
আমি এখনো তোমারই ছায়ায়
উড়াই আমার আবেগ।

তুমি কেন যে নিজেকে
আড়াল রাখো সকাল বিকাল?

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল।

তোমার ভালোবাসা যেন এক বিশাল
মোহ মায়াজাল,
কখনো সে সাদা কালো আবার
কখনো নীল লাল।

Mayajal Song Video


Mayajal Song Info:

Bengali Song: Mayajal (মায়াজাল)
Singer: Mahtim Shakib
Music: Shovon Roy
Lyrics: Prosenjit Ojha
Director: Priththy
Cast: Prottoy Heron, Makhnun Sultana Mahima

Mayajal Lyrics – Mahtim Shakib